চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫
প্রয়াত, প্রখ্যাত চলচ্চিত্রকার ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪১ সালের ২৩শে অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে চলচ্চিত্রকার সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন। সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনেতা ফতেহ লোহানী এবং বরেণ্য সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদুল হকের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। চাষী নজরুল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা। তার উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের ছবি হলো- সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড ও মেঘের পরে মেঘ। সাহিত্যনির্ভর চলচ্চিত্রের মধ্যে রয়েছে- দেবদাস, শুভ দা, চন্দ্রনাথ, রবিঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, জীবনভিত্তিক চলচ্চিত্র শিল্পী হাছন রাজা ও সর্বশেষ তিনি আবারও নির্মাণ করেন রঙিন ‘দেবদাস’ সহ প্রায় ৩৬টি ছবি। এছাড়াও তিনি আমাদের জাতীয় তিন নেতাকে নিয়ে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র শেরেবাংলা, মওলানা ভাসানী ও দেশ জাতি জিয়াউর রহমান। চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে সকাল ৯টা ৩০ মিনিটে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে তার উত্তর কমলাপুরস্থ বাসভবনে কোরআনখানি ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকাল ৪টায় আলোচনা সভা ও চাষী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত গানের ভিসিডি উদ্বোধন করা হবে। ২৫শে অক্টোবর সকাল ১১টায় এফডিসিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।