১১৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫
৭৬/২ সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো শ্রীলঙ্কা। এতে তারা এগিয়ে ১১৩ রানে। দ্বিতীয় ইনিংসে ওপেনার দিমুথ করুণারতেœ মারেন ‘গোল্ডেন ডাক’। লঙ্কান ওপেনার প্রথম বলেই উইকেট দেন ক্যারিবীয় পেসার জেরোম টেইলরকে। ওয়ানডাউন ব্যাটসম্যান কুসাল মেন্ডিস করেন ৩৯ রান। সিরিজের দ্বিতীয় টেস্টে এর আগে
১৬৩ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এতে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পিছিয়ে ছিল ৩৭ রানে। শ্রীলঙ্কার স্বল্প পুঁজির প্রথম ইনিংসের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রাও। ১৭/১ সংগ্রহ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা। দ্বিতীয় দিনের চা বিরতির আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১৩৭/৭। ক্যারিবীয় ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের। অধিনায়ক জেসন হোল্ডার করেন ২১ রান। বাকিরা কেউই পৌঁছতে পারেননি ব্যক্তিগত ২০ রানের কোঠায়ও। ১২ ওভারের স্পেলে ৩৪ রানে চার উইকেট শিকার লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদের। অফস্পিনার দিলরুয়ান পেরেরা তিন ও দুই উইকেট নেন লঙ্কান বাঁ-হাতি স্পিন তারকা মালিন্ডা সিরিবর্ধনে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কস্ম¦ার পি সারা মাঠে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় কাঁটায় কাঁটায় ২০০ রানে। সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। গলে তারা জয় পায় ইনিংস ও ৬ রানে। কলম্বোর পি সারা মাঠে তিন টেস্টে ধাম্মিকা প্রসাদের এটি তৃতীয়বার চার উইকেট শিকার।