চলে গেলেন অামেরিকান হেভিওয়েট রেছলার।
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক:চলে গেলেন অামেরিকান হেভিওয়েট রেছলার। জনসেনা,লখ্য কোটি ভকত মেনে নিতে পারছেনা এই কিংবদনতির চীর অবসান,
তিনি একাধারে wwf,wf,ten,why এর সুনাম ধন্য রেছলার ও ছিলেন,ব্যাকতি জন সেনা একজন সফল রেছলার,একজন ভালো বাবা,সব’পরি একজন সচেতন মানুষ, ২০১৫ শেষ ভাগে উনার বাংলাদেশ সফর করার কথা ছিলো কিনতু তার অাগেই এক মরমানতিক গাডি একসিডেনটে ঢলে ওডলেন মৃত্যর কোলে,জনসেনার মৃত্যতে অামরা গভির শোকাহত