মৌলভীবাজারে ট্রাক চাপায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫
মৌলভীবাজার প্রতিনিধি শামছুন নাহার জলি,
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ট্রাক চাপায় ব্যাটারী চালিত অটো রিকশার চালক ও দুই যাত্রী সহ নিহত হয়েছেন ৩ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে ব্যাটারিচালিত একটি অটো রিকশায় যাত্রীরা শহরের বেরিরপাড়ের দিকে যাচ্ছিলেন। দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (চট্টো মেট্টো ট-১১-২২৯৬) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মারা যায়। খবর পেয়ে মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত রিকশা চালক ও শিশু গৌরব সাহা (৮) সপু সাহা (২৬)ও সৌরভ রায় (৪৫) সহ আহত ৩ জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জা পাড়া এলাকার সৌরভ রায় (৪৫) ও শিশু গৌরব সাহা (৮) মারা যান। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।