‘বানরের সেলফির কপিরাইট বানরের প্রাপ্য’
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫
বিরল প্রজাতির একটি বানরের তোলা হাসিমুখের সেলফি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ওই ছবিটিই একটি বন্যপ্রাণী স¤পর্কিত বইয়ে ব্যবহার করা হয়েছে। আর তাতে বানরের কপিরাইট লঙ্ঘিত হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছে বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থা। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইন্দোনেশিয়ার তাংগোকো রিজার্ভ দ্বীপে মুক্ত অবস্থায় বসবাস করে ছয় বছর বয়সী বিরল প্রজাতির ওই বানরটি। তার নাম নারুতো। বৃটিশ ফটোগ্রাফার ডেভিড সø্যাটারের ফেলে যাওয়া একটি ক্যামেরা দিয়ে ওই বানর নিজের হাসিমুখের সেলফি সহ, বেশ কয়েকটি ছবি তোলে। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমলস বা (পেটা)’র দায়েরকৃত ওই মামলায় বলা হয়েছে, কথিত ওই বানর সেলফি নারুতো ক্যামেরা নিয়ে নাড়াচাড়ার ফলে উঠেছে। ফটোগ্রাফার সø্যাটারের এতে কোনো ভূমিকা নেই। সুতরাং এ ছবির কপিরাইট নারুতোর (বানরের) প্রাপ্য। এ থেকে লাভবান হবার অধিকার তার রয়েছে।
মামলার ঘটনায় ‘হতবিহ্বল’ ফটোগ্রাফার সø্যাটার। তিনি মনে করেন, স্রেফ প্রচার পেতেই এ ধরণের মামলা করা হয়েছে। তিনি জানান, পেটা মামলার আগে তার সঙ্গে যোগাযোগ করেনি বলে তিনি হতাশ। এক ইমেইল বার্তায় তিনি নিজেকে স্বল্প আয়ের ফটোগ্রাফার হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমার বইয়ে আমি প্রাণীদের কিছু অধিকার থাকার কথা উল্লেখ করেছি। কিন্তু আমি একে কপিরাইট বোঝাইনি। তিনি বলেন, পেটার উদ্দেশ্য আমাকে অপরাধী বানিয়ে ছাড়া। অথচ আমি প্রাণীদের ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের জন্য লড়ি। আমার ওপর এ ধরণের আক্রমণের সত্যিকার কারণ ভাবতে গিয়ে অবাক হয়েছি।
পেটার মামলায় সø্যাটার, তার কো¤পানি ওয়াইল্ড লাইফ পারসোনালিটিজ ও ব্লার্ভ ইনকর্পোরেশনের নাম উল্লেখ করা হয়েছে।