ডলি জহুরের ‘না’!
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫
কিছুদিন আগে অস্ট্র্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ডলি জহুর। সেখানে তার ছেলে রিয়াসাত ও তার স্ত্রী রীতা থাকেন। তাদের সঙ্গে সময় কাটাতেই তিনি সেখানে গিয়েছিলেন। দেশে ফিরে আবারও পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন ডলি জহুর। তবে এবার নতুন কোন ধারাবাহিকে কাজ করছেন না তিনি। এর কারণ হিসেবে জানান, আসছে ফেব্রুয়ারিতে তিনি আবারও অস্ট্রেলিয়া যাবেন। কারণ তার ছেলের ঘরে নতুন সদস্য আসছে। সেখানে টানা ছয়মাস থাকতে হবে। তাই তাকে নিয়ে যেন কেউ পরে কোন সমস্যায় না পড়েন সে কারণে তিনি নিজে থেকেই নতুন কোন ধারাবাহিকে অভিনয় করছেন না। এরইমধ্যে ডলি জহুর এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক আরিফ খান পরিচালিত ‘দলছুট প্রজাপতি’র শুটিং শেষ করেছেন। আর শুটিং করছেন নিয়মিত মীর সাব্বির পরিচালিত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’র। নতুন ধারাবাহিকের মধ্যে শুধু কাজ করছেন বিবিসি প্রযোজিত জর্জিশ বাশার পরিচালিত ধারাবাহিক ‘উজান গাঙ্গের নাইয়্যা-সিরিজ টু’-এর। এতে তিনি রওনক হাসানের মায়ের চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে কক্সবাজারে তিনি শুটিং করে এসেছেন। এদিকে নাটকে নিয়মিত অভিনয় করলেও চলচ্চিত্রে এখন আর আগের মতো নিয়মিত নন ডলি জহুর। সর্বশেষ তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিটি মুক্তি পায়। কিন্তু ব্যবসায়িকভাবে এটি ব্যর্থ হয়। তবে এ নিয়ে কোন দুঃখবোধ নেই বিশিষ্ট এই অভিনেত্রীর। কারণ একটি চলচ্চিত্র চার/পাঁচ বছর ধরে নির্মিত হলে এর ধারাবাহিকতা থাকে না। তবে ভাল গল্পের চলচ্চিত্রে আগ্রহী ডলি জহুর।