কিরণমালা সিরিয়াল ধংস করে দিল ১৬টি পরিবার !
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ (সরকারপাড়া) গ্রামের কিরণমালা দেখতে গিয়ে ১৬টি পরিবার আগুনে পুড়ে ছাই। এলাকাসূত্রে জানা যায় শনিবার রাত ৮.৪০মিনিটে বাড়িতে সবাই কিরণমালা দেখার সময় ওদিকে চুলার আগুন ফুসকে গিয়ে রান্নাঘরে আগুন লাগে।
আগুন লাগার সাথেই এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন আরো বিশাল আকার ধারন করে। এলাকার মানুষ জন কিছু ঘরবাড়ি ভাংচুর নিয়ে ব্যস্ত থাকে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ৪০মিনিট পরে এসে আগুনটিকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু তারা মালামল কিছুই রক্ষা করতে পারেন নি।