১৭৮ রানে জয় পাকিস্তানের
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫
দিনের খেলা ৬.৩ ওভার বাকি রেখে খেই হারালেন আদিল রশিদ। ব্যক্তিগত ৬১ রানে উইকেট দিলেন ইংল্যান্ডের এ লোয়ার অর্ডার ব্যাটসম্যান। এতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ৩১২ রানে। আর ১৭৮ রানে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। তিন ম্যাচ সিরিজে এতে ১-০তে এগিয়ে গেলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে লেজের জোর দেখায় ইংল্যান্ড। নবম উইকেটে আদিল রশিদ ও মার্ক উড গড়লেন ৫৫ রানের জুটি। ইংল্যান্ডের ১০ নম্বর ব্যাটসম্যান মার্ক উডের উইকেট তুলে নিয়ে পাকিস্তান শিবিরে আশা ফেরান জুলফিকার বাবর। এর আগে অষ্টম উইকেটে ইংল্যান্ডের ৬০ রানের জুটি ভাঙেন পাক পেসার ওয়াহাব রিয়াজ। এতে ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফিরে যান ইংলিশ অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড। অষ্টম উইকেটে ব্রড ও আদিল রশিদ গড়ে তোলেন ৬০ রানের জুটি। তবে ক্যারিয়ারে মাত্র দ্বিতয়ি টেসেট ব্যাট হাতে অর্ধশতকের কৃতিত্ব দেখালেন আদিল রশিদ। শেষ দিনের খেলা ৯ ওভার বাকি রেখে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৮/৯। ১৭২ বলের ইনিংসে আদিল রশিদ হাঁকান ৭টি বাউন্ডারি। দুবাই টেস্টের পঞ্চম ও শেষ দিন চা বিরতির আগে দলীয় ২০০ রানে ৭ উইকেট হারিয়ে শঙ্কা গাঢ় হয় ইংলিশদের। জয়ের জন্য তখনও তাদের প্রয়োজন ২৯১ রানের । আর হার ঠেকাতে ব্যাটিংয়ে প্রতিরোধ চাই কমপক্ষে ৪০ ওভার। ইংল্যান্ডের হাতে রয়েছে টেইলএন্ডারদের তিন উইকেট। আগের দিনের ১৩০/৩ সংগ্রহ নিয়ে সোমবার অল্পতেই ফিরে যান জে রুট। ইংলিশ এ ব্যাটসম্যান ব্যক্তিগত ৭১ রানে উইকেট দেন পাকিস্তানের বঁ-হাতি স্পিনার জুলফিকার বাবরকে। পরের ৩৬ রানে আরও তিন উইকেট খোয়ায় ইংলিশরা। পাকিস্তানের লেগ স্পিন তারকা ইয়াসির শাহর শিকার তিন উইকেট। পেসার ইমারন খান ও জুলফিকার বাবর নেন সমান দুই উইকেট। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৭৮ রান। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনংস গুটিয়ে যায় ২৪২ রানে। দ্বিতীয় ইনিংসে ৩৫৪/৬ সংগ্রহ নিয়ে ইংল্যান্ডকে জয়ের জন্য ৪৯১ রানের টার্গেট দেয় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে ।