ভারত নাকি বাংলাদেশ জানা যাবে কাল
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫
ভারত নাকি বাংলাদেশ- এবারের এশিয়া কাপের আয়োজক হবে কোন দেশ। আগামীকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। সেখানে অংশ নিতে গতকাল রাতেই বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মূলত এই সভাতেই নির্ধারণ হবে এশিয়া কাপ আয়োজকের ভাগ্য। এবার এশিয়াকাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৬ সালে। যে কারণে এশিয়ার বাকি দেশগুলোর ইচ্ছে ছিল ভারতেই হোক এবারের এশিয়া কাপ। এছাড়া এর আগে টানা দুটি আসর আয়োজন করায় বাংলাদেশের সম্ভাবনাও ছিল ক্ষীণ। কিন্তু হঠাৎ করেই পাকিস্তান-ভারত সম্পর্কে ফাটল ধরায় এখন বাংলাদেশেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। শিব সেনার হামলায় পাক-ভারত ক্রিকেট বোর্ডের মিটিং পন্ড হয়ে গেছে। তারপর থেকে শোনা যাচ্ছে পাকিস্তান ২০১৬ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতে পাকিস্তান দলের সফরের কোন সম্ভাবনা নেই। তাই বাংলাদেশেও প্রস্তুতি ভারত আয়োজক না হলে আয়োজনের সুযোগটা লুফে নিতে।
এই এসিসির সভাতেই এশিয়া কাপের নির্ধারণ হয়ে যাবে তা অবশ্য মানতে নারাজ বাংলাদেশের সিইও। তিনি বলেন, ‘বিষয়টা নির্ভর করছে ভারতের ওপর। ভারত ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তারা করবে আর সেটি যদি তারা কালকের সভাতেই জানায় তাহলে আমাদের আর সুযোগ থাকবে না। আবার তারা যদি সময় নেয় সেক্ষেত্রে তাদের কালই সিদ্ধান্ত জানাতে হবে। তবে যদি তারা নিজেদের বোর্ডে আলোচনা করে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে তা এসিসিকে জানিয়ে দেয় তাহলে আমরা প্রস্তাব করবো। তবে এশিয়া কাপ কোন দেশে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এসিসি।’ এছাড়াও সুযোগ পেলে বাংলাদেশ প্রস্তুত বলেই জানান নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘যদি ভারত না করে সেই ক্ষেত্রে বাংলাদেশই এশিয়া কাপের আয়োজন করবে। এই নিয়ে আমরা প্রস্তুতি আছি।’