ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে সাত হাজার ৩০৭ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেন। প্রকাশিত ফলে দেখা যায়, আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৬৩৬ জন। পাস করেছেন মাত্র ১৪৯ জন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট ৩৬৫টি আসনের বিপরীতে তিন হাজার ৭১৪ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।