বরিশাল মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫
ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাখায়াত হোসেন পিপিএম বলেন, ১৯শে অক্টোবর আল ইমরানকে সভাপতি ও মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণায় প্রতিবাদ জানিয়ে আসছিল। যার ধারাবাহিকতায় আজ দুপুরে উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিল বের করলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হক জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে ১, ২ এবং ৩ নং হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিন হোস্টেলের শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে।