গীতা-হরভজনের বিয়ে আগামীকাল
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫
গত কয়েক বছর ধরেই ভারতের জাতীয় দলের ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে সম্পর্ক চলে আসছে বলিউড অভিনেত্রী গীতা বাসরার। মধ্যে অনেক চড়াই-উতরাইও গেছে তাদের সম্পর্কে। তবে শেষ পর্যন্ত বিশ্বাসের বন্ধনে অটুট থেকেছেন তারা। আর এবার পরিণয়ে রূপ নিচ্ছে হরভজন সিং ও গীতা বাসরার প্রেমের সম্পর্ক। আগামীকাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আগে গতকাল তাদের মেহেদি অনুষ্ঠান হয়েছে জমকালো আয়োজনে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরভজন ও গীতার পরিবার এবং কাছের আত্মীয়স্বজনরা। মেহেদি অনুষ্ঠানে একটি গোলাপি রঙা লেহেঙ্গা পরেছিলেন গীতা। আর হরভজন পরেছিলেন সাদা টি-শার্ট ও ট্রাউজার। নিজের মেহেদি অনুষ্ঠানে প্রাণ ভরে নেচেছেনও গীতা বাসরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলেননি ফটোগ্রাফাররা। এদিকে আগামীকালের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে ভারতের জালান্দারের হরভজনের নিজ বাড়িতে। পুরো জালান্দারকেই পরিণত করা হয়েছে হরভজন ও গীতার বিয়ের রঙে। ব্যানার, ফেস্টুনসহ বিয়ের আয়োজন হচ্ছে পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে। এরই মধ্যে গীতার জন্য বিয়ের পোশাক ডিজাইনের কাজ সেরেছেন ডিজাইনার আরচানা কোচার। লেহেঙ্গা, দোপাট্টা ও ক্রপ টপ ব্লাউজ পরেই বিয়ের পিঁড়িতে বসবেন গীতা। আর হরভজন পরবেন ক্লাসিক্যাল শেরওয়ানি। সব মিলিয়ে নিজের বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড ও আনন্দিত গীতা বাসরা। এ বিষয়ে তিনি বলেন, মনের মানুষকে বিয়ে করতে যাচ্ছি, তাই ভালো লাগছে অনেক। অনেক দিন পর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমাদের প্রেম যে সত্যি ছিল বিয়েটা সেটারও প্রমাণ। তবে মনটা খারাপ এ কারণে যে বিয়ের পর পরই হানিমুনে যেতে পারবো না। কারণ হরভজনের ক্রিকেট ব্যস্ততা রয়েছে। তবে নতুন বছরের ফেব্রুয়ারির পুরো মাসটা আমরা হানিমুন করবো বলে ঠিক করেছি। এ মাসটিতে ভালোবাসা দিবস বলেই এ পরিকল্পনা করেছি আমরা। সবাই দোয়া করবেন আমাদের জন্য।