ফাইনালে ইস্ট বেঙ্গল
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করলো ঢাকা মোহামেডান। ফল যা হওয়ার তাই হলো। চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ফাইনালে শুক্রবার খেলবে ইস্ট বেঙ্গল ক্লাব। ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে ভারতের দলটি। ম্যাচের ১ ঘণ্টা শেষেই সফরকারী ইস্ট বেঙ্গল ক্লাব এগিয়ে যায় পরিষ্কার ৩-০ গোলে। শেখ কামাল আস্তর্জাতিক ক্লাব কাপ আসরের দ্বিতীয় সেমিফাইনালের শুরুতেই গোল হজম করে ঢাকা মোহামেডান। দুই বাংলার ঐতিহ্যবাহী দুই ক্লাব দলের ফুটবল লড়াইয়ে ১-০ গোলে এগিয়ে প্রধমার্ধের খেলা শেষ করে কলকাতার ইস্ট বেঙ্গল। চট্টগ্রামের এমএ আজিজ মাঠে ম্যাচের ১৮তম মিনিটে রডনি মার্টিনসের গোলে এগিয়ে যায় সফরকারী দলটি। আসরের প্রথম সেমিফাইনালে জয় নিয়ে ইতিমধ্যে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনালে তারা ৩-১ গোলের জয় কুড়ায় আফগানিস্তানের লীগ চ্যাম্পিয়ন দল স্পিংগার বাজানের বিপক্ষে।