২০১৬-এশিয়া কাপের আয়োজকও বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫
২০১২ ও ২০১৪ সালের পর ২০১৬ সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেটে কাউন্সিল (এসিসি)। এতে টানা তিনবার এশিয়া কাপের আয়োজক হয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০১৬ এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু একই বছর সে দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় এশিয়া কাপের আয়োজক হওয়া থেকে সরে এসেছে। ফলে আগের দুই আসর সফলভাবে সম্পন্ন করা বাংলাদেশ আগামী এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব পেয়েছে। আগেই বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন)। তিনি বলেন, কোনো কারণে ভারত এশিয়া কাপের আয়োজক হতে অপারগতা জানালে বাংলাদেশ আয়োজক হতে প্রস্তুত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬-এশিয়া কাপ হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। সামনের এশিয়া কাপ হবে টি-টোয়ন্টি ফরম্যাটে। এর আগে এশিয়া কাপের ১২ আসর হয় ৫০ ওভারের। এই নিয়ে বাংলাদেশ পঞ্চমবারের মতো এশিয়া কাপের আয়োজক হচ্ছে। এর আগে ১৯৮৮, ২০০০, ২০১২ ও ২০১৪ সালে বাংলাদেশ আয়োজক ছিল। এশিয়া কাপে বাংলাদেশর সর্বোচ্চ সফলতা ২০১২ সালের ফাইনালে খেলা। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ।