মাতৃগর্ভ ভাড়া দেয়ার ব্যবস্থা বন্ধ হচ্ছে ভারতে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫

A MUMBAI GHETTO, MUMBAI, INDIA – 2012/11/07: A clinic in Mumbai called “Surrogacy India” have rented a room in a ghetto for three surrogate mothers to carry the embryos for the clinic’s clients; the three mothers don’t recieve much help from the clinic and rely mostly on each other.
Eggs from Europeans, semen from wealthy Westerners and embryos planted in desperate women’s bodies. The Indian baby factories have become a growing multi-billion dollar industry.. (Photo by Jonas Gratzer/LightRocket via Getty Images)
বিদেশি দম্পতিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ (সারোগেসি) ভাড়া দেয়ার রমরমা ব্যবসা বন্ধ করতে চায় ভারত সরকার। ভারতীয় সুপ্রিম কোর্টে এক শুনানিতে বুধবার ভারত সরকার জানিয়েছে, তারা মাতৃগর্ভ ভাড়া দেয়ার এই ‘ব্যবসা’ সমর্থন করে না। খবর বিবিসির।
বিদেশিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ ভাড়া দেয়ার এই ব্যবসা কতটা নৈতিক তা নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে এখন এক আবেদনের ওপর শুনানি চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর নিঃসন্তান বিদেশি দম্পতি ভারতে যাচ্ছেন তাদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলার গর্ভ ভাড়া করতে।
সাধারণত ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশনের’ (আইভিএফ) মাধ্যমে ল্যাবরেটরিতে বিদেশি দম্পতির সন্তানের ভ্রুণ তৈরি করা হয়। এরপর এই ভ্রুণ ভারতীয় কোনো মহিলার জরায়ুতে স্থাপন করা হয়। সন্তান জন্ম দেয়ার পর বিদেশি দম্পতি তাদের সন্তান নিয়ে ফিরে যান। সন্তান ধারণ এবং জন্ম দেয়ার জন্য ভারতীয় সারোগেট মাকে দেয়া হয় কিছু অর্থ।
ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ভারতে এই জরায়ু ভাড়া দেয়ার ব্যবসা এখন প্রায় ৯শ কোটি রুপি ছাড়িয়ে গেছে; কিন্তু সমালোচকরা বলছেন, প্রয়োজনীয় আইন না থাকায় ভারতে এই ব্যবসার ফাঁদে পড়ে শোষিত হচ্ছে বহু দরিদ্র মহিলা। বিশ্বের অনেক দেশেই অর্থের বিনিময়ে অন্যের সন্তান ধারণ আইনত নিষিদ্ধ। ভারতের সুপ্রিম কোর্ট এ মাসের শুরুতে এই ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের ওপর রুল জারি করে।