ব্রাজিলের কোচদের ভোটে বিশ্বসেরা মেসি
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫
ব্রাজিলের প্রথম ডিভিশন ব্রাসিলেরো সিরি আ কোচদের ভোটে বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। ২০ টি দলের ১৪ জন কোচই ক্রিস্টিয়ানো রোনালদোর আগে মেসিকে বেছে নিয়েছেন।
পোম্বোর আয়োজিত একটি জরিপে ব্রাজিলের প্রথম ডিভিশনের কোচদের প্রশ্ন করা হয় তাদের যদি প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয় তারা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কাকে বেছে নেবেন? আর্জেন্টিনার সঙ্গে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস থাকা সত্ত্বেও ২০টি দলের ১৪ জন কোচই বেছে নেন চার বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসিকে। ক্রিস্টিয়ানো রোনালদো পান মাত্র পাঁচটি ভোট। একজন কোচ ঠিক করতে পারেননি মেসি ও রোনালদোর মধ্যে কাকে বেছে নেবেন।