‘দেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই’
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই। কিন্তু এগুলোর কথা বলে খালেদা জিয়া দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন ও এর সুফল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ১৯৭১ সালে এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। এখন বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তার ছেলে তারেক রহমান।
দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা একটি কাঠামোতে চলে আসবে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে শৃঙ্খলা ফিরে আসবে।