প্রথম শুরু হলো দেশের অটিস্টিকদের নিয়ে চলচ্চিত্র
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫
অটিস্টিকদের গল্প নিয়ে দেশে প্রথম নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। গত ১৮ অক্টোবর থেকে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে শুরু হয়েছে শুটিং। বর্তমানে এর শুটিং হচ্ছে গাজীপুর এবং রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে।
এ চলচ্চিত্রে অটিস্টিক একটি ছেলের মূল চরিত্রে অভিনয় করছে নবাগত শিশুশিল্পী লাজিম। শিশুটির বাবা এবং মায়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন ফেরদৌস ও শেওতি।
স্টুডিওতে দৃষ্টিনন্দন সেটে ক্যামেরার সামনে আসেন লাজিম, ফেরদৌস, শেওতি, কণ্ঠশিল্পী মেহেরীন প্রমুখ।