পরীক্ষার হলে প্রবেশ: ছাত্রলীগ নেতার কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় হলে অনধিকার প্রবেশের দায়ে মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি রেজভীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান এ রায় প্রদান করেন। কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. গোলাম কবির জানান, পরীক্ষার হলে শেষ দিকে বিনা অনুমতিতে প্রবেশ করে রেজভী। এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী তাকে আটক করে এক মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরে জানা গেছে এই রেজভী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজবী আহমেদ রাজা। রাতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নগরীতে তোলপাড় শুরু হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাদ এ তথ্যের সত্যতা স্বীকার করেন।