বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫
মৃদু কম্পনের ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেল বাংলাদেশের কিছু অংশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। আজ ভোরের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কারও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ভারতের কেন্দ্রীয় সিসমোলজিক্যাল সেন্টারের একজন কর্মকর্তা বলেন, রিখটার স্কেলে ৪.৯ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল বাংলাদেশ সীমান্তবর্তী আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা। আসাম, মেঘালয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের সীমান্ত এলাকায় এবং বাংলাদেশের কিছু অংশে ভূমিকম্পটি হয়। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড পর্যন্ত টিকে থাকে এটি। প্রসঙ্গত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ বিশ্বের ষষ্ঠ ভূমিকম্প প্রবণ এলাকা। কয়েকদিন আগেই দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পে নিহত হয়েছে কয়েক শ’ মানুষ। আরও কয়েক মাস আগে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ নেপালে ভূমিকম্পে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ।