ইয়াসিরকে ইংল্যান্ড-বধের টোটকা দিলেন ওয়ার্ন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫
বাল্যকালের স্বপ্নের নায়কের পরামর্শ পেলেন ইয়াসির শাহ। আর তাকে ইংল্যান্ড-বধের টোটকা বাতলে দিলেন নায়ক শেন ওয়ার্ন। অসি লেগ স্পিনার শেন ওয়ার্নের বোলিং টিভিতে দেখেই লেগ স্পিনার হতে চেয়েছিলেন বলে আগেই জানিয়েছেন পাকিস্তানের উদীয়মান লেগ স্পিনার ইয়াসির শাহ। লেগ স্পিনে তার নায়ক শেন ওয়ার্ন, সেটাও জানিয়েছেন তিনি। গুরুর পরামর্শ নেয়ার জন্য উদগ্রীব হয়ে ছিলেন ইয়াসির। সেখানে নিজেই আগ্রহ করে তাকে পরামর্শ দিতে এলেন কিংবদন্তি শেন ওয়ার্ন। অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে আগামী মাসে অল স্টারস টুর্নামেন্ট বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ওই টুর্নান্টের আগে নিজেকে ঝালাই করে নেয়ার জন্য ইয়াসিরের সঙ্গে অনুশীলনের আগ্রহ দেখান ওয়ার্ন নিজেই। আর সেটা করলেন তিনি বৃহস্পতিবার। আমিরাতের মাঠে ইয়াসিরের সঙ্গে পাকা দুই ঘণ্টা নেটে কাটালেন তিনি। ইয়াসিরকে বিভিন্ন ধরণের কৌশল শিখিয়ে দিলেন ওয়ার্ন। ইয়াসিরের সঙ্গে অনুশীলন করে তার বোলিংয়ে মুগ্ধ অসি এ লেগ স্পিনার। বলেন, ‘বর্তমান সময়ে সম্ভবত ইয়াসির সেরা লেগ স্পিনার। আশা করছি সে আরও উন্নতি করে অনেক উইকেট নিবে।’ ইয়াসির শাহ পাকিস্তানের হয়ে ১১ টেস্টে ৬৯ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি নেন ১৮০ রানে ৮ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে। রোববার শারজায় সিরিজ জয়ের লক্ষ্যে শেষ টেস্টে তারা মাঠে নামবে। ওই টেস্টে আরও ঝলসে উঠতে ইয়াসিরকে টোটকা দিলেন শেন ওয়ার্ন। তিনি নিজে ক্যারিয়ারের ৭০৮ উইকেটের ১৯৫টি নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষের টেস্টের জন্য ইয়াসিরকে পরামর্শ দেয়ার কথা তিনি নিজেই জানালেন, ‘ইয়াসিরের সঙ্গে বোলিং করে অনেক ভাল লেগেছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য আমি তাকে কিছু কৌশল ও পদ্ধতি বলে দিয়েছি। তার বোলিংয়ে আরও একটু বাউন্স প্রয়োজন। যা হলে সে আরও অনেক ভাল করবে। আশা করছি সে হাসিমুখেই এই সিরিজ শেষ করবে।’