যশোরে শিক্ষককে পেটালো স্কুল শিক্ষার্থী ও তার বাবা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক ও শৃঙ্খলা কমিটির প্রধান আমজাদ হোসেনকে পিটিয়ে জখম করেছে সপ্তম শ্রেণির এক ছাত্র ও তার বাবা। জানা গেছে, স্কুলে দেরি করে আসায় ওই ছাত্রকে শাসন করার অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত করা হয়।
এদিকে ওই ছাত্র ইভান ও তার বাবা আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার হবে বলে ইত্তেফাককে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি।
জানা গেছে, শনিবার ৪০/৫০ জন ছাত্র দেরি করে স্কুলে আসে। এ কারণে শিক্ষক আমজাদ হোসেন ছাত্রদের শাস্তি দেন। এরপর ইভান ক্লাসে না গিয়ে বাসায় ফিরে বাবার কাছে নালিশ দেয়। এতে ক্ষুদ্ধ বাবা আব্দুল হান্নান ছেলেকে সাথে নিয়ে স্কুলের শিক্ষক লাউঞ্জে ঢুকে শিক্ষক আমজাদ হোসেনের ওপর চড়াও হন এবং বাবা-ছেলে শিক্ষককে মেরে রক্তাক্ত করেন। শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে ছাত্ররা ক্লাস ছেড়ে মাঠে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এবং আব্দুল হান্নানের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে ঝিকরগাছা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল ও ওসি মোল্লা খবির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের শান্ত করেন।
ইভানের সহপাঠীদের সূত্রে জানা গেছে, তার সন্ত্রাসী আচরণে সহপাঠীরা ভয়ে থাকত। তার বাবার অবৈধ অস্ত্রের ব্যবসা রয়েছে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।