ঝিনাইদহে ৭ম শ্রেণীর ছাত্রী খুন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
ঝিনাইদহ সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে মিম (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গ্রামের ইদবার আলির মেয়ে।
শনিবার বিকালে গ্রামের একটি বাগান থেকে এ মৃতদহ উদ্ধার করা হয়। সে পার্শবর্তী কোটচাঁদপুর উপজেলার ধোপাবিলা হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর মিম পার্শবর্তী হুজুর আলির বাড়িতে ওয়াজ শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফিরেনি। রাত থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। শনিবার দুপুর দেড়টায় গ্রামের একটি বাগানের ভিতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গলায় ওড়নার ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।