‘নেইমারের অনেক ঘাটতি রয়েছে’
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলে বর্তমান অধিনায়ক নেইমারকে বর্তমান ব্রাজিল দলের সেরা খেলোয়াড় মেনে নিয়েছেন বিনা বাক্য ব্যয়ে। তবে এই বার্সেলোনা ফরোয়ার্ডের খেলায় কেশ কিছু ঘাটতি আছে বলে মনে করেন তিনি।
প্লাকার ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাতকারে বলেন নেইমার মধ্য মাঠ ও রক্ষণাত্মক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, নেইমার ফরোয়ার্ড, সে একদম উপরের দিকে খেলে। তার ভূমিকা নির্দিষ্ট। সে কখনো নিচে নেমে খেলে না এবং খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে না। ব্রাজিল দলে নেইমার থেকে আরো অনেক ভালো খেলোয়াড় ছিল বলে মনে করেন তিনি। ১৯৫০ সালের ব্রাজিল দলের খেলোয়াড় ভালটার ভাসকোনসেলোস নেইমার থেকে দশগুণ ভালো খেলোয়াড় ছিলেন বলে মনে করেন তিনি। এএস স্পোর্টস।