আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন নাথান ম্যাককালাম
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
নিউজিল্যান্ডের স্পিনার নাথান ম্যাককালাম মৌসুম শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ৩৫ বছর বয়সী ‘বড় ম্যাককালাম’ বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সহোদর।
২০০৭ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের পরে ৮৪ টি ওয়ানডে ও ৬১ টি টোয়েন্টি টোয়েন্টি খেলেছেন নাথান। আন্তর্জাতিক ক্রিকেটে পরবর্তী চার মাসে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের ম্যাচ খেলবে। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ম্যাককালাম বলেন এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সঠিক সময়। আমি আমার বিদায় নিয়ে বাড়াবাড়ি কিছু করতে চাই না, কিন্তু এটা আমার জীবনের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে ভাবার সঠিক সময়।