গ্রিস উপকূলে নৌযান ডুবে ১১ শরণার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
গ্রিসের সামোস দ্বীপের উপকূলে রোববার একটি নৌযান ডুবে ৬ শিশুসহ ১১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটেছে। কোস্টগার্ড জানায়, ৬ শিশুর মধ্যে চারটিই দুগ্ধপোষ্য। কর্তৃপক্ষ জানায়, ‘নিহত ১১ জনের মধ্যে ১০ জনের লাশ পাওয়া যায় নৌযানটির কেবিনে। অপর একটি লাশ দ্বীপের তীরে ভেসে আসে। এ লাশটি একটি কন্যাশিশুর।
পার্শ্ববর্তী তুর্কি উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে আসার সময় নৌযান উল্টে যায়। কোস্টগার্ড জানায়, দুই জন এখনো নিখোঁজ রয়েছে। তীর থেকে মাত্র ২০ মিটার দূরে নৌযানটি ডুবে যাওয়ার পর ১৫ জনকে টেনে তোলা হয়েছে।
এর আগে গত সোমবার গ্রীসের লেসবোস ও রোডস দ্বীপের অদূরে নৌযানডুবির পৃথক ঘটনায় ৬০ জনের বেশি নিহত হয়, যাদের অন্তত ২৮ জন শিশু। গত শুক্রবার তুরস্ক থেকে গ্রীসের পূর্বাঞ্চলীয় ঈজিয়ান দ্বীপে যাওয়ার চেষ্টাকালে ১৭ শিশুসহ ২২ লোক প্রাণ হারায়।
এ ঘটনার আগে বুধবার লেসবোস, সামোস ও আগাথোনিসি দ্বীপের অদূরে পাঁচটি জাহাজডুবির ঘটনায় ১১ শিশুসহ ২৪ অভিবাসী মারা যায়।