‘প্রকাশক হত্যা এবং টিআইবি-অ্যামনেস্টির বক্তব্য এক সূত্রে গাঁথা’
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আসলে প্রকাশক হত্যা, তাদের উপর হামলা এবং টিআইবি ও অ্যামনেস্টির বক্তব্য এক সূত্রে গাঁথা।’ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।’
মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে মুক্তযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন মঞ্চ। শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। দীপনের লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে রাজধানীর লালমাটিয়ায় অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা হয়। সেখানে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা।
শাজাহান খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্দেশে বলেন, ‘অনতিবিলম্বে আপনাদের বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় আপনাদের দম্বকে চূর্ন-বিচূর্ন করে দেওয়া হবে। বক্তব্য প্রত্যাহার না করলে আমরা শিগগির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেব।’ মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ-সভাপতি ইসমত কাদের গামার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মালেক ভূইয়া, যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রমুখ।