পোলককে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শন পোলককে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। শারজাহতে চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৭ রানে ৪ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। ফলে পোলাককে ছাড়িয়ে যান তিনি।
১০৯ ম্যাচে ৪২০ উইকেট নিয়ে শারজাহ টেস্ট খেলতে নামেন অ্যান্ডারসন। আর পোলকের উইকেট সংখ্যা ছিলো ১০৮ ম্যাচে ৪২১ উইকেট। তাই পোলককে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তেই ছিলেন এন্ডারসন। ম্যাচের প্রথম দিনই পাকিস্তানের আজহার আলী, ইউনুস খান, মিসবাহ উল হক ও রাহাত আলীকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের উইকেট সংখ্যাটা ৪২৪-এ নিয়ে যান অ্যান্ডারসন। ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকার অষ্টম স্থানে উঠে আসেন অ্যান্ডারসন। তালিকায় অ্যান্ডারসনের সামনে এখন রয়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ভারতের অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, ভারতের কপিল দেব ও নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে আছেন মুরালিধরন।