ধোনির পাশে দাঁড়ালেন শেবাগ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক ক্রিকেটকে সম্প্রতি বিদায় জানানো বীরেন্দ্র শেবাগ সমালোচনার মধ্যে থাকা মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন সীমিত ওভারের ফরম্যাটে আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনিই সবচেয়ে যোগ্য অধিনায়ক হবেন।
আজ কি আদালত নামের এক টিভি অনুষ্ঠানে শেবাগ বলেন, ধোনিকে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক রাখা উচিত। যদি সেটা সে করতে পারে তাহলে সে পরের বিশ্বকাপের জন্য ভালো একটি দল তৈরি করে যেতে পারবে। আর যখন সে অবসর নেবে তখন ব্যাটিংয়ের৫,৬ ও ৭ নম্বরে একটি শূন্যতা তৈরি হবে। শেবাগের ভারতীয় দল থেকে বাদ পড়ার পেছনে ধোনি কলকাঠি নেড়েছেন বলে ধারণা করা হয়। কিন্তু এসব কথাকে উড়িয়ে দিয়ে শেবাগ বলেছেন, আমি মনে করি না ধোনি এমন কিছু করবে। সে খুব সুন্দর হৃদয়ের মানুষ। আমরা সিনিয়র খেলোয়াড়রা তাকে শ্রদ্ধা করতাম এবং সে যখন প্রথম দায়িত্ব নেয় তখন আমরা যারা সিনিয়র ছিলাম তাকে দিক নির্দেশনা দিতাম। এগুলো প্রয়োগ করেই তার সময়ে আমরা টি টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ম্যাচ জিতেছি।