প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন শিক্ষকরা
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ ৩ দাবিতে গত শুক্রবার থেকে টানা ৩দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী চালিয়ে যচ্ছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
দাবি আদায়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কোন সাড়া পাওয়া যায়নি বলেও জানান তারা। শিক্ষকদের মধ্যে অনেকেই বুকে-পিঠে বিভিন্ন স্লোগান লিখে সড়কে শুয়ে অনশন করছেন। প্রেসক্লাবের সামনেই তারা রাতও যাপন করছেন।
এদিকে, এ অনশনে প্রায় ২০ জন আন্দোলনকারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রেসক্লাবের সেবা কেন্দ্র প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে নড়বেন না বলে জানান তারা।
এ অনশনে প্রথম দিকে প্রায় দুই হাজার শিক্ষক অংশ নিলেও বর্তমানে এর সংখ্যা প্রায় দেড় শতাধিক। এ ব্যাপারে শিক্ষকরা বলছেন, আজ থেকে শুরু হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রবেশপত্র দেওয়াসহ অন্যান্য বিষয়ে ছাত্রছাত্রীদের সহযোগিতার লক্ষে অনেকেই কর্মস্থলে ফিরে গেছেন।
তবে পূর্ব ঘোষণা অনুযায়ী জেএসসি এবং জেডিসি পরীক্ষার দায়িত্ব পালন করছেন না তারা। শিক্ষকরা বলছেন, আজকে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রবেশপত্র দেওয়াসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা শেষ করে আগামীকালকে আবারো অনেক শিক্ষক যোগ দিবেন এ অনশন কর্মসূচিতে।