এ বছর নতুন বেতন কাঠামোর টাকা পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা!
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোর টাকা ১ জুলাই-২০১৫ থেকে কার্যকর করার কথা থাকলেও নানান কারণে পে-স্কেলের টাকা এ বছর দিতে পারছে না সরকার। তবে আগামী বছরের জানুয়ারি থেকে এ পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন পে-স্কেলের ফাইল বিভিন্ন দফতর ঘোরাঘুরি পর অর্থমন্ত্রী নিজেই এখন এই ফাইল দেখছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন অর্থমন্ত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি। এটি নিয়ে চিন্তিত সরকার। তাছাড়া পে-স্কেল, টাইম-স্কেল নিয়ে এখন সরকারি কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন রকম বৈষম্যর কারণে দ্বন্দ্ব চলছে। এসব কারণে নতুন বেতন কাঠামোর টাকা দিতে সমস্যায় পড়েছে সরকার।
অর্থ সচিব মাহবুব আহমেদ বিডি টুযেন্টিফোর লাইভকে জানান, নতুন বেতন কাঠামোর টাকা দিতে একটু সময়ের ঝামেলা হলেও অল্প সমযের মধ্যে এটির সমাধান হবে। ১ জুলাই থেকে কর্যকর হওয়া এই বেতন যখন দেওয়া হবে তখন একবারে বকেয়াসহ পাবে সরকারি কর্মকর্তা – কর্মচারিরা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো ২০টি গ্রেডে দেওয়া হয়েছে। স্কেলের মূল বেতন ১ জুলাই-২০১৫ থেকে এবং ভাতাগুলো ১ অক্টোবর-২০১৬ থেকে কার্যকর করার কথা ছিল।
নতুন পে-স্কেলে প্রথম গ্রেডে যারা থাকবেন, তারা বেতন পাবেন ৭৮ হাজার টাকা। ২য় গ্রেডে পাবেন, ৬৬ হাজার টাকা। ৩য় গ্রেডে পাবেন ৫৬ হাজার ৫০০ টাকা। ৪র্থ গ্রেডে পাবেন ৫০ হাজার টাকা। ৫ম গ্রেডে পাবেন ৪৩ হাজার টাকা। ৬ষ্ঠ গ্রেডে পাবেন ৩৫ হাজার ৫০০ টাকা। ৭ম গ্রেড পাবেন ২৯ হাজার টাকা। ৮ম গ্রেড পাবেন ২৩ হাজার টাকা। ৯ম গ্রেড পাবেন ২২ হাজার টাকা। ১০ম গ্রেড পাবেন ১৬ হাজার টাকা ।
১১তম গ্রেডে পাবেন ১২ হাজার ৫০০ টাকা। ১২তম গ্রেডে পাবেন ১১ হাজার ৩০০ টাকা। ১৩তম গ্রেডে পাবেন ১১ হাজার টাকা। ১৪তম গ্রেডে পাবেন ১০ হাজার ২০০ টাকা। ১৫ তম গ্রেডে পাবেন ৯হাজার ৭০০ টাকা। ১৬তম গ্রেডে পাবেন ৯ হাজার ৩০০ টাকা। ১৭তম গ্রেডে পাবেন ৯ হাজার টাকা। ১৮তম গ্রেডে পাবেন ৮ হাজার ৮০০ টাকা। ১৯তম গ্রেডে পাবেন ৮ হাজার ৫০০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডে যারা থাকবেন তারা বেতন পাবেন ৮ হাজার ২৫০ টাকা।
নতুন বেতন কাঠামোয় বৃদ্ধির হার ২০ নম্বর গ্রেড থেকে ৬ নম্বর গ্রেড পর্যন্ত ৫ শতাংশ, ৫ নম্বর গ্রেডে ৪ দশমিক ৫ শতাংশ, ৩ এবং ৪ নম্বর গ্রেডে ৪ শতাংশ, ২ নম্বর গ্রেডে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে। তবে ১ নম্বর গ্রেডে কোনো ইনক্রিমেন্ট থাকবে না ।
নতুন কাঠামোয় গ্রেড চালু হওয়ায় আর থাকছে না প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী প্রভৃতি পদগুলো। কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে নতুন গ্রেডেই পরিচিতি পাবেন। নতুন বেতন কাঠামোয় ওপরের দিকের গ্রেডগুলোর বেতন বৃদ্ধির হার কম। তবে নিচের স্তরে বৃদ্ধির হার বেশি। এই নতুন বেতন কাঠামোয় নির্ধারিত ইনক্রিমেন্ট থাকছে না।
নতুন বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে উৎসব ভাতা হিসেবে নববর্ষ ভাতাও পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ এ ভাতা দেয়া হবে। আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বছরে দুটো ধর্মীয় উৎসব ভাতা পেতেন।
নতুন বেতন স্কেল কার্যকর করতে এ বছরই ১৫ হাজার ৯শ ৪ কোটি ২৪ লাখ টাকা অতিরিক্ত খরচ হবে। এ বছর শুধু বর্ধিত মূল বেতন দেয়া হবে। আগামী বছর অর্থ্যাৎ ২০১৬ জুলাই থেকে বেতন এবং ভাতা উভয়ই মিলিয়ে এ খরচ দাঁড়াবে অতিরিক্ত ২৩ হাজার ৮২৮ কোটি ৫৭ লাখ টাকায়।
এছাড়াও নির্ধারিত বেতন থাকবে- সচিব-৭৮ হাজার, মেজর জেনারেল-৭৮ হাজার, সিনিয়র সচিব-৮২ হাজার, লে. জেনারেল – ৮২ হাজার, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব-৮৬ হাজার এবং তিনবাহিনী প্রধান – ৮৬ হাজার টাকা পাবেন।