নতুন ভবনে বার্ডেট এস্টেট মসজিদের আনুষ্ঠানিক যাত্রা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭
লন্ডন, ৫ মে:
মাইল এন্ডের নিকটবর্তী বারডেট রোডে ষ্ক্রবারডেট এস্টেট মসজিদেরম্ব নতুন ভবনের উদ্বোধন করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস।
গত ২১ এপ্রিল পপলার হারকার সহযোগিতায় নির্মিত নতুন এই মসজিদ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জিম ফিজপ্যাট্রিক, পপলার হারকার চীফ এক্সিকিউটিভ স্টিভ স্ট্রাইড, টেলফোর্ড হোমসের সিনিয়র কনস্ট্রাকশন ম্যানেজার মার্ক গ্র্যাভস, কাউন্সিলার শিরিয়া খাতুন, কাউন্সিলার র্যাচেল সন্ডার্স এবং কাউন্সিলার ডেভিড এডগার।
এ সময় মসজিদ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল গনি, সেক্রেটারি মহবুব আলী, ট্রেজারার আহবাব হোসাইন, এসিসট্যান্ট সেক্রেটারি কামাল হোসাইন, এসিসট্যান্ট সেক্রেটারী মানজুর আলী, ভাইস চেয়ার আব্দুল্লাহ ইব্রাহীম আনু, আব্দুল আহাদ, আতিকুর রহমান, কাউসার মিয়া, মতিউর রহমান, সাঈদুর রহমান, ফারুখ খান, আকিকুর রহমান কামালী এবং হেলাল মিয়া। মসজিদ উদ্বোধন করে মেয়র জন বিগস বলেন, নতুন এই মসজিদটি এই এলাকার রিজেনারেশন এর একটি চম্কার উদাহরণ। আমি আশা করছি অপূর্ব সুন্দর এই ধর্মীয় প্রতিষ্ঠানটি স্থানীয় কমিউনিটিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে মেয়র বিশেষ ধন্যবাদ জানান।
মসজিদ কমিটির সেক্রেটারি মহবুব আলী মসজিদটি নির্মাণে সহযোগিতা করার জন্য পপলার হারকা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৯৮২ সাল থেকেই বারডেট এস্টেট মসজিদ কমিটি এধরনের একটি পারপাস বিব্ব মসজিদের স্বপ্ন দেখে আসছিলো। আজ সকলের সহযোগিতায় আমাদের এই স্বপ্ন পূরন হলো।