টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলোর ৩৩.২ মিলিয়ন পাউন্ড বাজেট কর্তন : মেয়রসহ ৭৪ হেড টিচারের উদ্বেগ-প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭
লন্ডন, ৫ মে:
সরকারের বাজেট কাটের কারণে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলোতে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশংকার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারার নির্বাহী মেয়র জন বিগস। এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের এই বাজেট কাটের কারনে ২০২০ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো মোট ৩৩.২ মিলিয়ন পাউন্ড হারাবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী গড়ে ৯০৮ পাউন্ড অথবা স্কুলগুলো মোট ৮৯১ জন শিক্ষক হারাবে।
এর আগে টাওয়ার হ্যামলেটসের ৭৪ জন হেড টিচারকে সাথে নিয়ে এডুকেশন সেক্রেটারি, সকল সম্ভাব্য এমপি প্রার্থী এবং লোকাল অথরিটিকে প্রতিনিধিত্বকারী গ্রুপের কাছে লেখা এক চিঠিতে মেয়র বিগস বলেন, এটি হচ্চেছ একটি দরিদ্র বারার শিক্ষার্থীদের জন্য এক ধরনের শাস্তি এবং তা এই এলাকার সামাজিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্থ করবে।
মেয়র বিগস তার বিবৃতিতে আরো বলেন, এই বাজেট কাটের ফলে আমাদের বারায় যে নেতিবাচক প্রতিক্রিয়া হবে তা পরিষ্কার। কারন ইতোমধ্যেই সংকটে থাকা স্কুলগুলোকে আরো বাজেট সংকোচন করতে হবে। যার পরিনতি হচ্চেছ কম শিক্ষক, কম টিচিং এসিসট্যান্ট এবং আরো বড় সাইজের ক্লাস। এর ফলে সঙ্গতকারনেই শিক্ষার্থীরা কম মনযোগ পাবে। এক কথায় শিক্ষার গুনগত মানে এর প্রভাব পড়বে। মেয়র টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের এই শাস্তি না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। থমাস বাক্সটন প্রাইমারী স্কুলের হেড টিচার লরেন ফ্ল্যানগান মেয়রের সাথে দেয়া বিবৃতিতে বলেন, এই বাজেট কাট অনুচিত ও অন্যায় এবং তা বন্ধ হওয়া উচিত।
তিনি একে অদূরদর্শী চিন্তার ফসল উল্লেখ করে বলেন, সমাজে এর প্রতিক্রিয়া হবে সুদূরপ্রসারী। স্কুলগুলো বাজেট সংকোচনের সাথে দীর্ঘ দিন ধরেই লড়াই করে আসছে। এর সাথে সরকারের নতুন এই সিদ্ধান্ত একে অসহনীয় করে তুলবে। কেবিনেট মেম্বার ফর চিলড্রেন সার্ভিস কাউন্সিলার র্যাচেল সন্ডার্স তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের সামাজিক অগ্রযাত্রাকে মারাত“কভাবে বিঘ্নিত করবে এই বাজেট কাট। আমাদের ভবিষ্যত প্রজন্মের সফলতার জন্য আরো বিনিয়োগ দরকার। আর এজন্যই শিক্ষা বাজেটের পাশাপাশি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইয়ুথ প্রজেক্টে বছরে ৪ মিলিয়ন পাউন্ডেরও বেশী বরাদ্দ রেখেছে যা লন্ডনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চচ। সমাজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং তরুনদের ব্যাক্তিগত সফলতার জন্য এই বাজেট কাটের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স এর মুখপাত্র এ্যালেক্স কেনী বলেন, এধরনের বাজেট কাট নজীরবিাহীন, চোখ দিয়ে পানি আসার মতো। এই কাট শিক্ষার্থীদের মারাত“কভাবে ক্ষতিগ্রস্থ করবে। টাওয়ার হ্যামলেটসের অর্থ নিয়ে অন্য এলাকায় দেয়াটা অন্যায়। সরকারের উচিত সকল স্কুলে সমতার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেয়া। আমরা এই কাটের বিরুদ্ধে মেয়র জন বিগস, কাউন্সিলার, স্কুল স্টাফ, অভিভাবক, স্কুল গভর্নরদের নিয়ে লড়াই চালিয়ে যাবো।