অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর মহত উদ্যোগ হাউজ অব লর্ডসে ‘ঈদ স্মাইলস’ ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭
লন্ডন, ৫ মে:
দেশে দেশে অবহেলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের মুখে হাঁসি ফোটানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ঈদ স্মাইলস-২০১৭ ক্যাম্পেইন। গত ২৫ এপ্রিল মঙ্গলবার হাউজ অব লর্ডসের একটি কমিটি কক্ষে এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়। হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখ ওই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এই দাতব্য কাজের সমর্থক ও শুভাকাঙক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দাতব্য সংগঠন নেটওয়ার্ক ইয়ুথ লন্ডন-এর সাথে মিলে তরুণদের দাতব্য সেবায় উদ্বুদ্ধ করার মাধ্যমে অবহেলিত মানুষের জন্য তহবিল গড়বে ঈদ স্মাইলস-২০১৭। আগামী ৯ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। জাস্ট স্মাইলস-এর ভিন্ন একটি প্রকল্প হলো ঈদ স্মাইলস। জাস্ট স্মাইলস আগামী এক দশকের মধ্যে বিশ্বের এক কোটি অসহায় মানুষকে সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের যে কোনো দেশে তারা এ সাহায্য নিয়ে পৌঁছাতে চায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারুক মিয়া এমবিই, ইমরুল ইসলাম এমবিই, শাহ আহমদ ও সুফি মিয়া।