দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত ও সাদমান সিলেট থেকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭
দেশ ডেস্ক:
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের দুই তরুণীকে ধর্ষণের মামলার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে সিলেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে তাদের দু’জনকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই তরুণী। ওই ঘটনায় ৪০ দিন পর শনিবার (৬ মে) সন্ধ্যায় বনানী থানায় ৫ জনকে আসামি করে মামলা (মামলা নং ৮) করেন ওই তরুণীরা।
মামলার আসামিরা হলেন- সাদনান সাকিফ, তার বন্ধু সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের ড্রাইভার বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।