দেশ সম্মাননা অ্যাওয়ার্ড : ‘রিয়া’মোস্ট রিলায়েবল মানি ট্রান্সফার কোম্পানী
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭
দেশ রিপোর্ট:
মোস্ট রিলায়েবল বা সর্বাধিক নির্ভরযোগ্য মানি ট্রান্সফার কোম্পানী হিসেবে সাপ্তাহিক দেশ’র আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো ‘রিয়া’। গত ৪ মে বৃহস্পতিবার দুপুরে পূর্ব লন্ডনের ক্যানারী ওয়ার্ফে সাপ্তাহিক দেশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়। সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ রিয়া মানি ট্রান্সফারের ম্যানেজিং ডাইরেক্টর মারসেলা গনজালেজ এর হাতে এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।
অ্যাওয়ার্ড গ্রহণকালে রিয়া মানি ট্রান্সফারের পক্ষে উপস্থিত ছিলেন অপারেশন ডাইরেক্টর ইসাবেল করটিস, মার্কেটিং অ্যান্ড নিউ প্রজেক্ট ডাইরেক্টর ভিক্টর সালামানকা, সাউথ এশিয়ান মার্কেটের বিজনেস ডেভোলাপমেন্ট ডাইরেক্টর সোহাইল শামসি, সাউথ এশিয়া বিজনেস ডেভোলাপমেন্ট ম্যানেজার তানভির আলম তিমন, মার্কেটিং এক্সিকিউটিভ সার্জিও ফেলডম্যান, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইয়েসহি টেনগুর।
অ্যাওয়ার্ড হস্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রিয়া মানি ট্রান্সফারের ম্যানেজিং ডাইরেক্টর মারসেলা গনজালেজ বলেন, বৃটেনের শীর্ষস্থানীয় বাংলা সংবাদপত্র সাপ্তাহিক দেশ-এর কাছ থেকে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদের জন্য গর্বের ও সম্মানের। বৃটেনে ৫ লাখেরও বেশি বাংলাদেশী বসবাস করেন। তাঁদের প্রত্যেকেই কমবেশি নিজেদের আত্মীয় স্বজনের কাছে টাকা প্রেরণ করে থাকেন। তাদের সেবায় রিয়া মানি ট্রান্সফার সবচেয়ে নিরাপদ ও দ্রুততম সময়ে টাকা প্রেরণের নিশ্চয়তা দিচ্ছে। তিনি বলেন, বৃটেনজুড়ে রয়েছে আমাদের দুই হাজারেরও বেশি অ্যাজেন্ট অফিস। রয়েছে ৯টি নিজস্ব অফিস। অতি সম্প্রতি আমরা বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল রোডে ৯ম অফিসটি উদ্বোধন করেছি। আমরা চাই বাংলাদেশী কমিউনিটির জন্য আমাদের সার্ভিস আরো সহজলভ্য হোক। বৃটিশ-বাংলাদেশীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো ভোগান্তির শিকার না হন।
তিনি বলেন, রিয়া একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানী যার প্রধান কার্যালয় ক্যালের্ফোনিয়ায় এবং বিশ্বের ১৪৬টি দেশে তার কার্যক্রম বিস্তৃত। গত বছর আমরা ঢাকায় নিজস্ব অফিস উদ্বোধন করেছি। সুতরাং বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির কাছে রিয়া হচ্ছে সবচেয়ে নিরাপদ মানি ট্রান্সফার মাধ্যম। তিনি রিয়া মানি ট্রান্সফারকে মোস্ট রিলায়েবল মানি ট্রান্সফার কোম্পানী হিসেবে স্বীকৃতি প্রদান করায় সাপ্তাহিক দেশ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অ্যাওয়ার্ড বৃটিশ-বাংলাদেশী কমিউনিটিতে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও ব্যবসা প্রসারে ভুমিকা রাখবে। তিনি বলেন, রিয়া মানি ট্রান্সফারের গ্রাহকেরা হচ্ছেন অভিবাসী কমিউনিটি। তাই এটি পরিচালিতও হয় অভিবাসী জনশক্তি দ্বারা। যাতে তারা অভিবাসীদের সুবিধা-অসুবিধা ভালোভাবে বুঝতে পারেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে স্বজনের কাছে যথাসময়ে দ্রুততার সাথে পৌঁছানো উচিত তা যেনো তারা উপলব্ধি করতে পারেন।
সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ রেমিট্যান্স ওয়ার্লডে রিয়া মানি ট্রান্সফার কোম্পানী নির্ভরযোগ্য সেবা প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশের সাথে একটি সেতুবন্ধন রচনার আহবান জানান। শুরুতে তানভির আলম তিমন ‘রিয়া’ টিমকে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটি রিয়ার সার্ভিস পেয়ে অত্যন্ত আনন্দিত। তাঁরা দিনদিন বাংলাদেশী কমিউনিটির জন্য তাঁদের সার্ভিস আরো সম্প্রসারিত করবেন। উল্লেখ্য, মধ্যাহ্নভোজের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।