ক্যামব্রিজ বিএনপির নতুন কমিটি প্রত্যাখান
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৭
সংবাদদাতা:
স্বজনপ্রীতি আত্মীয়তা ও আঞ্চলিকতার অভিযোগ এনে নব-গঠিত ক্যামব্রিজ বিএনপির কমিটিকে প্রত্যাখ্যান করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ৪১ জন পদত্যাগ করেছেন। গত ৯ মে মঙ্গলবার রাতে ক্যামব্রিজের একটি রেস্টুরেন্টে এক জরুরি সভায় এ পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়। নেপুর মিয়ার সভাপতিত্বে ও শামসুদ্দিন আহমদ বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাহবুব খান নোমান, আযম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি ক্যামব্রিজ বিএনপির কমিটিতে দীর্ঘদিন যাবত যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন না করে এই কমিটি করা হয়েছে। যারা ক্যামব্রিজ এলাকার বাসিন্দা নয় তাদেরকেও কমিটিতে স্থান দেয়া হয়েছে। কমিটিতে যোগ্য নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, স্বজনপ্রীতির করে অযোগ্যদের কমিটির গুরুত্বপুর্ণ স্থান দেয়া হয়েছে। অথচ যারা দীর্ঘদিন যাবত দেশের অগণতান্ত্রিক সরকার বিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি পালন করে আসছে তাদের সাধারণ সদস্য হিসেবে রেখে তাদের রাজনীতিকে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছে।
বক্তারা বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মতামতকে তোয়াক্কা না করে একটি বিশেষ এলাকার লোকজনকে রাখা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি ক্যামব্রিজের সাধারণ নেতাকর্মীদের প্রতি অবিচার করেছেন বলেও অভিযোগ তুলেন। বক্তারা বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শ ও জিয়া পরিবারের রাজনীতি করি। কারো রক্তচক্ষুকে ভয় পাইনা। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা না হলে পদত্যাগীরা আগামীতে বিএনপির সকল কর্মসূচি নতুন কমিটি ঘোষণা করে পালন করা হবে বলে জানান। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের দীর্ঘদিনের সভাপতি নেপুর মিয়া বলেন, আমি বর্তমান কমিটির কোন গুরুত্বপূর্ণ পদে আসতে চাইনি। যারা দীর্ঘদিন যাবত ক্যামব্রিজে বিএনপির রাজনীতির সাথে জড়িত, সবসময় দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন তাদের নাম দিয়েছিলাম। কিন্তু যুক্তরাজ্য বিএনপি তাদের প্রতি সুবিচার করেনি। এখানে স্বজনপ্রীতি করা হয়েছে। তিনি অভিযোগ করেন আমাদের জোনের সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুকে অবহিত না করেই এই কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের অমূল্যায়ন করা হয়। তিনি বলেন, আমি যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাকর্মীদের ক্যামব্রিজে আমন্ত্রণ জানাচ্ছি- আসুন দেখে যান এখানকার নেতাকর্মীরা কী চায়। তিনি বলেন, আমরা কেন্দ্রকে প্রয়োজনে ইলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানিয়েছিলাম কিন্তু তারা তা না করে মনগড়া কমিটি চাপিয়ে দিয়েছেন। আর একারণেই আমরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছি।
সম্প্রতি ঘোষিত কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন নেপুর মিয়া, আসাদুজ্জামান আহমদ, শামসুদ্দিন আহমেদ বাবলু, মাহবুব খান নোমান, হিরন আলী, লিলু মিয়া, আষম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী, ইসহাক মিয়া সাজু, রেনু মিয়া, গোলাপ মিয়া, মোস্তাক আহমেদ মিসফা, জিল্লুর রহমান, খসরু মিয়া, আবুল চৌধুরী, দিলোয়ার হোসেন, ফয়ছল আহমেদ, জুনেদ আহমেদ, সুয়েবুর রহমান, ইমতিয়াজ আহমেদ, নাবিউল আলম নিকি, মুহিবুর রহমান, রশিদ আলী, আব্দুল মতিন, আমির চৌধুরী, মঞ্জুর আলী, মোস্তফা মিয়া, খালেদ মিয়া, সানু মিয়া, আনোয়ার মিয়া, রাহুল সিতু মিয়া, লিয়াকত আলী মিয়া, জিসান মিয়া, জাহানারা বেগম, নিপা আক্তার। উল্লেখ্য, চলতি মাসের প্রথম সাপ্তাহে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির কেমব্রিজ শাখায় কামাল হোসাইনকে সভাপতি, মনোয়ার আলীকে সিনিয়র সহ-সভাপতি, শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক, মাহবুব খান নোমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ শাহিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে শামছুদ্দিন আহমেদ বাবলুকে প্রধান উপদেষ্টা ও আসাদুজ্জামান আহমেদকে ১ম উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেন।