দ্বিতীয় ‘ইস্টউড অ্যাওয়ার্ডস’ আয়োজনে ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৭
লন্ডন, ১১ মে :
মিউজিক, আর্টস এবং মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের মেধা, যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের কাজের স্বীকৃতি ও সম্মাননা জানাতে আগামী বছর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ’ইস্ট ঊড’ এর দ্বিতীয় অ্যাওয়ার্ডস সিরিমনি । এ উপলক্ষ্যে গত ৯ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের ফিলড গেইট স্ট্রীটের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাওয়ার্ডস কমিটির পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিনহাজ কিবরিয়া। তিনি বলেন, গত বছর ‘ইস্ট ঊড অ্যাওয়ার্র্ডস’ সফলভাবে সম্পন্ন হওয়ায় এবার দ্বিতীয়বারের মত বর্ধিত পরিসরে এই অ্যাওয়ার্ডস সিরিমনি আয়োজন করা হয়েছে। এতে ৮টি বিভাগে এবং বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হবে। অ্যাওয়ার্ড গুলোর ক্যাটাগরির মধ্যে রয়েছে- টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, টিভি কমার্শিয়াল, ভিডিওগ্রাফি, ড্রামা, মিউজিক, ব্লগার। মিনহাজ কিবরিয়া বলেন, বহুজাতিক সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক মেধাবী, যোগ্যতা-সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন। সমাজে তাঁদের পরিচিতি তুলে ধরতে এবং তাঁদের কাজের মূল্যায়ন করতে মুলত এই প্রয়াস। এ ব্যাপারে বিজ্ঞ বিচারকগন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।
গত বছরের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সফল করতে যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও মিডিয়া, বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আগামী বছরের ২০ জানুয়ারি অভিজাত মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিতব্য ‘ইস্ট ঊড অ্যাওয়ার্ডস’ এর দ্বিতীয় অনুষ্ঠান সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন ফরম কিংবা এ ব্যাপারে বিস্তারিত জানতে (মিনহাজ কিবরিয়া) ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমদ ময়েজ, মনসুর আলী প্রমুখ।