দ্বিতীয় বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের সফল সমাপ্তি
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৭
দেশ রিপোর্ট:
সফলতার সাথে সম্পন্ন হয়েছে দ্বিতীয় লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। বিয়ের সাথে যুক্ত নানা পণ্য আর সার্ভিসের স্টল আকর্ষণ করে আগত দর্শনার্থীদের। গত ৭ মে রোববার ফেয়ারে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিলো। ওয়েডিংপন্য বা সার্ভিস নিয়ে বসে নানা পসরা। সকলেই ঘুরে ঘুরে দেখেছেন। এটা-ওটা সম্পর্কে জেনেছেন, বুঝছেন মূল্য বা খরচ সম্পর্কে।
আয়োজক, সহযোগী, অতিথিসহ দর্শনার্থীদের মতে, একই ছাদের নিচে সবকিছুর আয়োজনের মাধ্যমে বৃটিশ বাংলাদেশী ওয়েডিং ইন্ড্রাস্ট্রি উপকৃত হয়েছে। এর সাথে যুক্ত প্রফেশনালরা নিজেদের সার্ভিস তুলে ধরার সুযোগ পেলেন। অনুষ্ঠানে মরিয়াম খান, রুমেনা বেগম বা মিস ইস্ট মিডল্যান্ডের মতো টপ মডেলদের উপস্থিতি ছিলো।
শুধুমাত্র বাংলাদেশীদের জন্য বিশেষ এই আয়োজন তাদেরও মুগ্ধ করেছে। জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশিষ্টজন অংশ নেন। উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। ওয়েডিং ফেয়ারের সফলতায় দারুণ খুশি সিইও সুহানা আহমদ ও এমডি আহাদ আহমদ। অনুষ্ঠানে ফ্যাশন শো’র মাধ্যমে ওয়েডিং ড্রেস, সাজসজ্জা ও স্টাইলের বৈচিত্র তুলে ধরা হয়।
বর-কনে’র সাজে যেমন আগমন ছিলো মডেলদের, ঠিক তেমনি হিজাব ফ্যাশন নিয়েও ছিলো উপস্থাপনা। ফেয়ারে একেবারে চকলেট ফাউন্টেন থেকে, লাক্সারি চকলেট, ম্যাকাপ আর্টিস্ট থেকে মেহেদী ডিজাইনার-ওয়েডিং ড্রেস, কার্ড ডিজাইনার, ক্যাটারিং সার্ভিস, ওয়েডিং প্লানার্স, ফ্লোরিস্টস, ফটোগ্রাফার্স অংশগ্রহণ করেন। ছিলো মান্টম কার হায়ারের মতো বড় প্রতিষ্ঠানও।