১৪ মে বাংলা টাউনে বৈশাখী মেলা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৭
দেশ ডেস্ক :
১৪ মে, রোববার বাংলা টাউনে বৈশাখী মেলা ১৪২৪। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বাংলা টাউনের ওয়েভার্স ফিহ্বে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্চেছ। গতবারের মতো এবারের মেলায় মূল আয়োজনও হবে ওয়েভার্স ফিহ্বে। সেখানেই থাকবে প্রধান মঞ্চ এবং সব ধরনের স্টল। এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকবে ফান ফেয়ারের ব্যবস্থা। ব্রিকলেনের বাক্সটন স্ট্রীট থেকে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মেলা শুরু হবে ঐদিন বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে র্যালী গিয়ে মিশবে ওয়েভার্স ফিহ্বে।
এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হবে নৃত্য, সঙ্গীত ইত্যাদি। মেয়র জন বিগস মেলার কমিউনিটি এনগেইজম্যান্ট কমিটিকে নিয়ে এই র্যালীর উদ্বোধন করবেন। মেলায় বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড মাইলস এবং ক্লোজ আপ ওয়ান খ্যাত লোক সঙ্গীত শিল্পী রিংকু যোগ দিবেন। এছাড়া ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটির পরিচিত শিল্পি এবং সাংস্কৃতিক গোষ্ঠি সমুহ দিনব্যাপী বিভিন্ন পরিবেশনায় অংশ নিবেন।
এবারের মেলাকেও পরিবার বান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় বিশেষ ফ্যামেলী জোনের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্যামেলী জোনে শিশুদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। মেহদী, ফেইস পেইন্টিং ইত্যাদিও থাকবে সেখানে।
এছাড়া থাকবে কবিতা কর্ণার, আর্টস হাব এবং স্পোর্টস জোন। আর্টস হাবে বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং কবিতা কর্ণারে কবিতার পাশাপাশি থাকবে গল্প বলার আসর এবং থিয়েটার। আর স্পোর্টস জোনে থাকবে বিভিন্ন ধরনের খেলাধূলা, শরীর চচ্চর্চা ইত্যাদি। এদিকে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মেলায় অংশ নেয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, গতবারের মতো এবারের বৈশাখী মেলাকেও সবার কাছে আকর্ষনীয় করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের বাইরে সবচাইতে বৃহৎ এই বেঙ্গলী উৎসবের আয়োজক হতে পেরে আমরা গর্বিত। মেয়র বলেন, আমাদের বৈচিত্র্যপূর্ন সংস্কৃতি এবং ইতিহাসের কারনে বাংলা নববর্ষ তথা বৈশাখী মেলা উদযাপনের জন্য টাওয়ার হ্যামলেটস হচ্চেছ একটি আদর্শ স্থান। আমি আশা করছি এবারের মেলাও সবার কাছে আকর্ষনীয় হবে এবং এতে সবাই অংশ নিবেন। উল্লেখ্য, এবারের মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।