ঢাকাস্থ বড়লেখা উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৭
ঢাকাস্থ বড়লেখা উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মে শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকাস্থ ইস্টার্ন ম্যানশন কাকরাইলে মৌলভীবাজার জেলা সমিতি অডিটরিয়ামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট তবারক হোসেইনের সভাপতিত্বে ও নাগরী ভাষা গবেষক, প্রকাশক মোস্তফা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহাব উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি আব্দুর রউফ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম সুন্দর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ফাতেমা চৌধুরী, ক্যাপ্টেন মিজানুর রহমান (অব:), নাজমুল ইসলাম লাকী, কবি ইফতেখার মাহমুদ হেলিম প্রমূখ।