জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা’র নির্বাচনে তাহের-ওয়াহিদ-রেজা প্যানেল নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার প্রত্যেক এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র নির্বাচনে তাহের-ওয়াহিদ-রেজা প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২ মে মঙ্গলবার প্যানেলের নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বি প্যানেল মনোনয়ন জমা না দেয়ায় যাচাই বাছাই শেষে গত ৭ মে রোববার তাহের-ওয়াহিদ-রেজা প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু (এমবিই), সহযোগী নির্বাচন কমিশনার মামুনুর রশীদ (এমবিই) ও সাবেক কাউন্সিলার মতিনুজ্জামানের উপস্থিতিতে নমিনেশন বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনারের সম্মতিক্রমে সহযোগী কমিশনার এ কমিটির ঘোষণা করেন। এ সময় বর্তমান কমিটির চেয়ারম্যান তাহের কামালী ও সাধারণ সম্পাদক নোমান আহমদ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- তাহের কামালী সভাপতি, আবদুল ওয়াহিদ সাধারণ সম্পাদক, রেজাউর রহমান কোষাধ্যক্ষ, সহ সভাপতি সর্বজনাব আবদুল সাত্তার, শাহ মোঃ আবদুল আহাদ, মোসাদ্দেক কামালী, আবদুল হামিদ খান হেভেন, সৈয়দ জিল্লুল হক, শিশু মিয়া, মুহিতুর রহমান খান, শেখ ইসতাব আহমেদ, হাফিজুর রহমান তালুকদার, মোঃ কামাল হোসাইন, সালাহ উদ্দিন আহমদ, সায়াদ আহমদ, আবুল কাসেম, রাসেল আহমেদ, দয়াল জুবের মিহয়া, তোসির আলী, মাহবুবুল হক শেরিন, নাজমুল ইসলাম লিটন, তনজব আলী সুরুক, জাহাঙ্গীর হোসাইন, লতিবুল ইসলাম লিটন, মুতিউর রহমান, দরস মিয়া, হারিক কামালী, মোঃ কামাল হোসান, আবদুল কাদির, সৈয়দ সফর আলী, শোহেব আহমদ, জয়নুল আহমেদ, শেখ মিজানুর রহমান, খলকু মিয়া, আতাউর রহমান তালুকদার, আলতাব হোসেন। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এ জন্য প্রবাসে ও বাংলাদেশে বসবাসকারী সকল জগন্নাথপুর উপজেলাবাসীর কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ১৫ মে লন্ডন মুসলিম সেন্টারে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী জগন্নাথপুরবাসীসহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি