রুশনারা আলীর সাথে ব্রিকলেন জামে মসজিদ কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৭
বেথনালগ্রীন এন্ড বো আসনের সাবেক এমপি রুশনারা আলীর সাথে ব্রিকলেন জামে মসজিদ কমিটি ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ মে শুক্রবার বাদ জুম্মা মসজিদের সেমিনারে হলে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, মসজিদ কমিটির সহ সভাপতি হরমুজ আলী, মো: ইলিয়াস, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী, কমিউনিটি নেতা গোলাম মর্তুজা, ড. আব্দুল হান্নান, আসরুল হক, ব্যবসায়ী আজমল হোসেন, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, কমিউনিটি নেতা সানু মিয়া, হাজী সমুজ আলী, মজুমদার মিয়া, জুবায়ের আহমদ, আব্দুল মছব্বির, দুলু মিয়া, রশিদ আলী, আব্দুল বারী, মতবর আলী, মইনুল হোসেন, এলকাছ মিয়া, তারেক আহমদ প্রমূখ। সভায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রুশনারা আলীকে অবহিত করেন।
সভায় জানানো হয় আগামী ১১ রমজান ব্রিকলেন মসজিদের উন্নয়নের জন্য এনটিভি ফান্ড রেইজিং অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া আগামী ৩১ মে মসজিদ কমিটির পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি