লুটনে ছাত্রলীগের সিলেট অঞ্চলের প্রাক্তণ নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৭
লুটনে ছাত্রলীগের সিলেট অঞ্চলের প্রাক্তণ নেতৃবৃন্দের মতবিনিময় ছাত্রলীগের আন্তর্জাতিক পুনর্মিলনীকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের বৃহত্তর সিলেট অঞ্চলের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা গত ২ মে মঙ্গলবার লুটনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ এবং শাহরিয়ার সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনর্মিলনী কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ফয়জুল ইসলাম লস্কর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ভিপি খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন ফরহাদ, মোহাম্মদ শামীম আহমেদ, আফম কামাল, যগ্ম সচিব মশিউর রহমান মশনু, মকসুদ রহমান, আব্দুর রহিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এপিপি শাহফুজ আহমেদ, লুটন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল হক আহাদ, সৈয়দ জাকির হোসেন, সাবেক কাউন্সিলার আব্দুর রকিব, আব্দুল বাছিত চৌধুরী, হেলাল আহমেদ, তোতা মিয়া, নুরুল মতিন চৌধুরী, নুরুল ইসলাম নুনু, আব্দুর রহিমন, এমএ মঞ্জু, ডালিম আহমেদ, ফখরুল ইসলাম খোকন, আলতাফুর রহমান সোহেল, খালেদ আহমেদ চৌধুরী, দেলোয়ার হোসেন, আতিফুর রহমান লেবু, শাহ রিয়াদ, দেলোয়ার হোসেন চৌধুরী, তানহার আহমেদ তুহিন, বাবরুল হোসেন, সিকদার রুহিন প্রমূখ।
আন্তর্জাতিক এই পুনর্মিলনী সফল করার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, প্রাক্তণ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে বর্তমান সরকারের উন্নয়ন সফলতা দেশে-বিদেশে প্রচার করা এবং সংসদীয় নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সাথে কাজ করে জননেত্রী শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সভায় ছাত্রলীগের প্রাক্তণ নেতাকর্মীদের সদস্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়। -সংবাদ বিজ্ঞপ্তি