ঈদের দিন বেপারোয়া গাড়ি চালিয়ে মানুষ হতাহত জেল দণ্ডের অপেক্ষায় বাঙালি যুবক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৭
লন্ডন, ১৯ মে:
পূর্ব লন্ডনের মাইল এন্ডে ঈদের দিন মানুষের উপর গাড়ি উঠিয়ে ৩ জনকে গুরুতর আহত করার দায়ে আকিকুল ইসলাম নামে ২৫ বছরের এক যুবককে ওলরবেইলি কোর্ট দোষী সাব্যস্ত করেছে। আগামী ৩০ জুন তার জেলদণ্ড ঘোষণা করা হবে। তিনি মেনর পার্কে বসবাস করেন।
জানা যায়, গত বছরের ৭ জুলাই ঈদ-উল ফিতরের দিনে মাইল এন্ডের ফিরমলি ওয়েতে আকিকুল ইসলাম তার রেঞ্জরোবার গাড়িটি কয়েকজন মানুষের উপরে উঠিয়ে দেন। এসময় তাদের মাঝে সংঘর্ষ বাধলে দু’গ্রুপ বেইসবল ব্যাট এবং বোতল অস্ত্র হিসেবে ব্যবহার করেন বলে শুনানিতে উল্লেখ করা হয়। এতে করে ৩জন মারাত্মকভাবে আহত হন। এদের মধ্যে ২০ বছরের ১ যুবক এখনো চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাওয়ার হ্যামলেটস পুলিশের কর্মকর্তা ক্রিস সোল্ বলেন, ওইদিন আকিকুল ইসলাম যা করছেন তা খুবই দুঃখজনক। তিনি বারবার মানুষের উপর গাড়ি উঠিয়ে দেয়ার চেষ্টা করেন।