বিশিষ্ট কূটনীতিবিদ ফারুক চৌধুরী আর নেই
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৭
লন্ডন, ১৯ জুন: বর্ণাঢ্য কূটনৈতিক জীবনের অধিকারী সাবেক পররাষ্ট্র সচিব, লন্ডনে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত হাইকমিশনার ও বিশিষ্ট কলাম লেখক সিলেটের কৃতী সন্তান ফারুক চৌধুরী আর নেই।
গত ১৭ মে মঙ্গলবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী জিনাত চৌধুরী, এক ছেলে এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
মরহুম ফারুক চৌধুরীর প্রথম জানাযার নামাজ মঙ্গলবার বাদ জোহর ঢাকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ ধানমন্ডির বায়তুল আমান মসজিদের বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে পিতা-মাতার কবরের তাঁকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, ফারুক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ এশিয়ার ৭ জাতির জোট সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । তাঁর পিতা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃটিশ সিভিল সাভির্সের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ছোট ভাই সাবেক সচিব ও বাংলাদেশের প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ছিলেন। অপর দুই ভাই সাবেক পররাষ্ট্র্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও সাবেক রাষ্ট্র্রদূত মরহুম মাছুম আহমদ চৌধুরী।