বিএ এক্সচেঞ্জের নতুন সার্ভিস ওআরএম’র আনুষ্ঠানিক যাত্রা : যে কোনো সময়, যে কোনো স্থান থেকে টাকা পাঠানোর সুযোগ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭
দেশ রিপোর্ট:
বাংলাদেশের ব্যাংক এশিয়ার মালিকানাধীন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেলে অবস্থিত বিএ এক্সচেঞ্জ ওআরএম (ওনলাইন রেমিটেন্স মডিউল) নামে নতুন সার্ভিসের উদ্বোধন করেছে। নতুন এই সার্ভিসের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত যে কেউ ঘরে বসে কিংবা যেকোনো স্থান থেকে বাংলাদেশে দ্রুততম সময়ে টাকা পাঠাতে পারবেন। এই সার্ভিস ব্যবহার করে অফিস ছুটির দিনেও বাংলাদেশে টাকা পাঠানো যাবে। তাছাড়া অনলাইনে নির্ধারিত ফরম পুরণ করে বিএ এক্সচেঞ্জের গ্রাহক হওয়া যাবে। গত ১৯ মে শুক্রবার বিকেলে হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা থেকে আগত ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আরফান আলী উপস্থিত থেকে ওআরএম সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওআরএম সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিএ এক্সচেঞ্জ ইউকের পরিচালক ও সিইও এবিএম কামরুল হুদা আজাদ। এতে বক্তব্য রাখেন বিএ এক্সচেঞ্জের অপরাশেন ম্যানেজার মোহাম্মদ রহিম উদ্দিন, রেমিট ওয়ানের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার সেলিম ও একাউন্টটেন্ট ফরহাদ আহমদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১১ সালের ১ জুন বিশ্বস্ততা ও নির্ভরতার সাথে বাংলাদেশে অর্থ প্রেরণের নিশ্চয়তা দিয়ে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে বিএ এক্সচেঞ্জ তার অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। দীর্ঘ ৬ বছর ধরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে বিলেতের বাংলাদেশী কমিউনিটির আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে বিএ এক্সচেঞ্জ। প্রবাসীরা বাংলাদেশে টাকা প্রেরণের ক্ষেত্রে যাতে কোনো ভোগান্তির শিকার না হন এই জন্য বিএ এক্সচেঞ্জ শতভাগ সেবা দেয়ার চেষ্টা করে আসছে। এই দীর্ঘ পথচলায় কমিউনিটির মানুষ বিএ এক্সচেঞ্জকে আপন করে নিতে পেরেছেন। যাত্রার শুরু থেকেই সময়-সময় গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নতুন নতুন সার্ভিস সংযোজন করা হয়েছে। ২০১২ সালে চালু হওয়া অভার দ্যা ফোন সার্ভিস-ব্যবহার করে গ্রাহকেরা রেমিটেন্স প্রেরণ করে সময় ও যাতায়াত খরচ দুটোই সাশ্রয় করতে পারছেন। এসব সার্ভিসের ধারাবাহিকতায় এবার ওআরএম সার্ভিস সংযোজন করার হলো। লিখিত বক্তব্যে আরো বলা হয়, বিএ এক্সচেঞ্জ তাদের নিয়মিত সার্ভিস অর্থাৎ, কোনো ধরনের বাড়তি ফি ছাড়া বাংলাদেশে ব্যাংক এশিয়ার যেকোনো শাখায় মাত্র একদিনের মধ্যে ইন্সটেন্ট ক্যাশ সার্ভিস এবং অন্য যেকোনো ব্যাংকের একাউন্টে সর্বোচ্চ ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে টাকা প্রেরণের সার্ভিস অব্যাহত রয়েছে।