নিখোঁজ শাহরিয়ার লাশ হয়ে ফিরলো : জানাজা শেষে দাফন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭
লন্ডন, ২৫ মে: ১৫ বছরের ছেলে মুজাহিদকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা। বিকেলে যথানিয়মে তার বাড়ি ফেরার কথা। কিন্তু সে নিখোঁজ হলো। এক সময় লাশ পাওয়া গেলো সাদার্ক ব্রীজের নিচে। অবেশেষে জানাজা শেষে তাকে দাফন করলেন বাবা। নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের বেকটন এলাকার কিংসফোর্ড কমিউনিটি স্কুলের ইয়ার ইলাভেনের শিক্ষার্থী শাহরিয়ার আল মুজাহিদ উদ্দিনের লাশ সনাক্ত করে পুলিশ।
২০ মে শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে শাহরিয়ার আল মুজাহিদ উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ১৫ বছর বয়সী মুজাহিদ গত ৩০ মার্চ স্কুলে যাওয়ার পর আর বাসায় ফিরেননি। ওইদিন ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর মুজাহিদ উদ্দিনের স্কুল ব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছিল পুলিশ। এর ১৩ দিন পর পুলিশ জানায় তারা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে তবে সেটি শাহরিয়ারের কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এর বেশ কিছুদিন পর শাহরিয়ারের পিতা-মাতার সাথে ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে লাশটি মুজাহিদের।
শাহরিয়ার আল মুজাহিদ উদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বাবা তাজ উদ্দিন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন। তাজ উদ্দিনের দুই ছেলে। এর মধ্যে আল মুজাহিদ উদ্দিন বড়। তাজউদ্দিন জানান, তাদের ছেলের কোনো অস্বাভাবিক প্রবণতার বিষয়ে তারা অবগত নন। তিনি বলেন, বেকটনে যে স্থানে মুজাহিদের স্কুল সেখান থেকে ওয়েস্টমিন্সটারের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। মুজাহিদ সেখানে কী কারণে যেতে পারে, সেটা তারা ভেবে পাচ্ছেন না। পরিবারের সবার সাথে মুজাহিদ উদ্দিনের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল বলে জানান তিনি।