স্বাগতম মাহে রামাদ্বান
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
দেশ রিপোর্ট: চাঁদ দেখা সাপেক্ষে বৃটেনে রামাদ্বান শুরু হচ্ছে ২৭ মে শনিবার। শুক্রবার তারাবিহ’র নামাজ ও সেহরী খাওয়ার মধ্য দিয়ে রোযার সূচনা হবে। আহলান সাহলান মাহে রামাদ্বান। বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রামাদ্বান। গত বছর রামাদ্বানের পর থেকে আমরা অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিলাম- কখন ফিরে আসবে পুন্যময় এই মাসটি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। আমরা আরো একটি রামাদ্বানে পৌঁছে গেলাম। মহান আল্লাহ তায়ালা আমাদের ভাগ্যে আরো একটি রামাদ্বান জুটিয়ে দিলেন। তবে অনেকেরই সেই প্রত্যাশা পুরণ হয়নি। রামাদ্বান আসার আগে-আগেই ইহকাল ছেড়ে বিদায় নিতে হয়েছে। তাই আমরা সৌভাগ্যবান। আল্লাহ তায়ালা এই মহিমান্বিত মাসে আমাদেরকে সুস্থ-সবলভাবে বেঁচে থাকার তাওফিক দিয়েছেন। সুযোগ দিয়েছেন ইবাদতের মাধ্যমে তাঁর সান্বিধ্য লাভের। এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা।
রামাদ্বান মুসলমানদের কাছে একটি উৎসবের মাস। প্রশ্ন জাগতে পারে-এ আবার কীসের উৎসব? সেহরি ও ইফতারে উদরপূর্তি করে খাওয়া-দাওয়ার উৎসব? নাহ, এটি হচ্ছে পূণ্য অর্জনের উৎসব। আমাদের সমাজে কত ধরনের উৎসব পালিত হয়ে থাকে। কত দিবস পালিত হয়। দুনিয়াবী নানা বিষয়ে আমরা উৎসব করে থাকি। কিন্তু যে মাসটিতে আল্লাহ তায়ালা মানবজাতির জন্য রহমত, বরকত ও নাজাতের দরজা উন্মুক্ত করে দেন সেই মাসটিকে কেন আমরা পূণ্য অর্জনের উৎসব হিসেবে পরিগণিত করতে পারবো না? ইবাদতও একটি নির্মল উৎসব। মসজুড়ে নামাজ, রোজা ইতেকাফ, তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে আমরা শুধু পূণ্য কুড়াতেই থাকবো। রামাদ্বানে আমাদের জন্য ছওয়াব হাসিলের সকল পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে। মুসলমানদের জীবনে এর চেয়ে পূণ্যময় উৎসব আর কী হতে পারে? এই উৎসবটি আমাদের উদযাপন করতে হবে। একটি মুহূর্তও আমাদের অবহেলায় হারানো চলবে না। একটি মুহূর্ত হারালে তা আর কখনো ফিরে পাবো না। আমাদের জীবনে এক মিনিটের কোনো ভরসা নেই। আগামী রামাদ্বানে কি বেঁচে থাকবো। আগামী রামাদ্বান কী ফিরে পাবো? নাহ, এর কোনো গ্যারান্টি নেই। তাই মনে করে নিতে হবে এটাই আমাদের জীবনের শেষ রামাদ্বান। এটাই পাপ মুক্তির শেষ সময়। এই মাসে ইবাদতে মশগুল হয়ে নিজের জীবনের সব গুনাহ মাফ করিয়ে যেনো নিষপাপ শিশুর মতো পুনরায় জন্ম লাভ করতে পারি। আল্লাহ তায়ালা আমাদেরকে সেই তাওফিক যেনো দান করেন। আমিন।