বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়ার বিজনেস অ্যাওয়ার্ড লাভ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
পূর্ব লন্ডনের কশিয়ারা ফাইন্যানশিয়াল সার্ভিসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মিয়া ব্রিটিশ বাংলাদেশী বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭ লাভ করেছেন।
গত ১৪ মে রোববার বার্মিংহামের দ্য নিউ বিংলি হলে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। স্পেশাল এচিভম্যান্ট ইন এন্টারপ্রেনারশীপের উপর ব্যবসায়ী হারুন মিয়া এ বছর এই অ্যাওয়ার্ড লাভ করেন। দেশ ফাউন্ডেশন সফল ব্যবসায়ীদের এ এওয়ার্ড প্রদান করে থাকে। হারুন মিয়া শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটি লিমিটেড, কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারী, বাংলা ফ্রোজেন লিমিটেড, হোটেল হলিডে প্লানেট, হোটেল প্রীতম ইন-এর পরিচালকের দায়িত্ব পালন করছেন। হারুন মিয়ার বাংলাদেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামে। -সংবাদ বিজ্ঞপ্তি